পপ শিল্পি মিলা ইসলাম ও বৈমানিক পারভেজ সানজারির মামলা ও ডিভোর্স নিয়ে আলোচনা থামতে না থামতেই এবার খবরের শিরোনাম ছোটপর্দার অভিনেত্রী নোভা ও নাট্যকার রায়হান খানের ডিভোর্স। যদিও প্রায় দেড় মাস আগেই তাদের ডিভোর্স হয়েছে বলে জানিয়েছেন নোভা।
প্রায় দেড় বছর প্রেমের পর ২০১১ সালের ১১ নভেম্বর বিয়ে করেছিলেন নাট্যকার রায়হান খানকে। নোভা রায়হান খানের দ্বিতীয় স্ত্রী। এর আগে রায়হান খান আরেকটি বিয়ে করেছিলেন। ওই স্ত্রীর সঙ্গে অনেক আগেই রায়হান খানের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। ওই সংসারে তাঁর একটি ছেলে আছে। নাম সামিন, ওর বয়স ১০ বছর।
নোভা জানিয়েছেন, গত ২৬ আগস্ট ঢাকা জজকোর্ট কাজি অফিসে তাঁরা দুজনই তালাকনামায় স্বাক্ষর করেন। পারস্পরিক সম্মতিতে এই বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানা তিনি।
নোভা জানান, শুরুতে আমরাই চাইনি। এরই মধ্যে পরিচিত অনেকেই তা জেনে গেছেন। আমাদের নিজেদের সিদ্ধান্তে এই বিবাহবিচ্ছেদ হয়েছে। আমরা খুব ভালো বন্ধু। আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সম্মান অটুট আছে। আমরা চাই না, আমাদের এই ছাড়াছাড়ি নিয়ে কোনো নোংরামি হোক।
এদিকে রায়হান খান জানান, আমি ছিলাম বাড়ির ছোট ছেলে। কখনোই কোনো দায়িত্ব নিতে হয়নি। কিন্তু সংসার মানেই অনেক দায়িত্ব। এই দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের মাঝে ভুল বোঝাবুঝির তৈরি হয়। এটা পুরোটাই ছিল পারিবারিক। এর সঙ্গে যুক্ত ছিল অর্থনৈতিক ব্যাপারও। ঝগড়া ছিল নিত্যদিনের ঘটনা। আমাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আমরা এই দূরত্বকে বাড়তে দিতে চাইনি। আমি এখনো আশাবাদী, আমি সমস্যাগুলো যদি কোনো দিন মেটাতে পারি, তাহলে নিশ্চয়ই নোভা আবার আমার সংসারে ফেরত আসবে।’ একই আশাবাদ ব্যক্ত করেছেন নোভাও।
আজকের বাজার: আরআর/ ০৮ অক্টোবর ২০১৭