ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে দেশটির ক্রিকেটের উন্নতির জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। রোববার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে অন্যতম আইপিএলের দলগুলোর দেশের বাইরে খেলার প্রস্তাব। গাঙ্গুলিও সে প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন।
গত মাসে প্রকাশিত সংবাদে বলা হয়, বিদেশের মাটিতে ম্যাচ খেলতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ভারতের বাইরের ভক্তদের সংযুক্ত করার উদ্যোগ হিসেবেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বরে বিসিসিআইয়ের এক বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিলো।
এরপর, ১ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সভায় বিষয়টি নিয়ে সামনে এগুনোর ইঙ্গিত দিলেন সৌরভ গাঙ্গুলি। তবে বোর্ডের পক্ষ থেকে প্রদেয় রয়্যালিটি ফি’র বিষয়ে চূড়ান্ত কোনো আলোচনা হয়নি।