পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলার দুই কূটনীতিককে বহিষ্কারের আদেশ দিয়েছে।
বুধবার (২৩ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওয়াশিংটন ডিসিতে ভেনেজুয়েলা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ও হিউস্টনের কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেলকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়।খবর: রয়টার্স।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানানয়, “কারাকাসের যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি কনসাল জেনারেলকে পার্সন নন গ্রাটা ঘোষণার পাল্টায় এ সিদ্ধান্ত নেওয়া হল,”
পাল্টাপাল্টি দূত বহিষ্কারের এ ঘটনাকে ওয়াশিংটনের সঙ্গে লাতিন আমেরিকার দেশটির সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির নতুন নিদর্শন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
ভেনেজুয়েলার রোববারের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন একে ‘জালিয়াতির নির্বাচন’ অ্যাখ্যা দিয়েছে।
উগো চাভেজের উত্তরসূরী ৫৫ বছর বয়সী নিকোলাস মাদুরো ওই নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হলেও সমালোচকরা বলছেন, রোববারের ভোট অবাধ ও সুষ্ঠু হয়নি।
‘গণতান্ত্রিক মানদণ্ড’ পূরণ হয়নি অভিযোগ করে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) অনেকগুলো লাতিন দেশও।
ফল ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সম্পদ বিক্রির সক্ষমতা সীমিত করতে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।
এরই প্রতিক্রিয়ায় মঙ্গলবার মাদুরো কারাকাসের যুক্তরাষ্ট্র দূতাবাস তার দেশের বিরুদ্ধে ‘সামরিক ষড়যন্ত্রে’ লিপ্ত অভিযোগ তুলে মার্কিন শার্জ দ্য অ্যাফেয়ার্স টড রবিনসন ও জ্যেষ্ঠ কূটনীতিক ব্রায়ান নারানজোকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন।
আরজেড/