বিমানে উঠলেই এতদিন বন্ধ করে দিতে হতো মোবাইল ফোন বা রাখতে হতো ‘এয়ারপ্লেন’ মোডে। সরাসরি কোনও যোগাযোগই রাখা যেত না বাইরের জগতের সঙ্গে। সেই দিন শেষ হতে চলল।
সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই ঘোষণা করে দিল, এবার থেকে বিমানে মোবাইল যোগাযোগ এবং ইন্টারনেট যোগাযোগের ব্যবস্থা রাখা যাবে। ভারতীয় আকাশপথেই থাকবে এই ব্যবস্থা।
ট্রাই জানিয়েছে, এবার থেকে বিমানসংস্থাগুলি ইন্টারনেট যোগাযোগ ও মোবাইল যোগাযোগ নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। চাইলে তারা দু’টো পরিষেবাই দিতে পারবে যাত্রীদের।
এখন সবটাই নির্ভর করছে প্রযুক্তিগতভাবে ও নিরাপত্তার দিক থেকে এই ব্যবস্থা বিমানের ভিতরে করা যাবে কিনা তার উপরে।
তবে একটি শর্তও থাকছে এই ব্যবস্থা চালুর পিছনে। এই মোবাইল যোগাযোগের ব্যবস্থা চালু রাখা যাবে মাটি থেকে ৩০০০ মিটার উঁচু পর্যন্ত উড়ে যাওয়া বিমানগুলিতেই। সাধারণত রানওয়ে থেকে উড়ে যাওয়ার চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এই উচ্চতায় পৌঁছে যায়।
২০১৭ সালের ফেব্রুয়ারি থেকেই বিমানের মধ্যে ওয়াই ফাই পরিষেবা চালুর ব্যাপারে উদ্যোগী হয়েছিল টেলকম মন্ত্রক। তার পরেই ট্রাইয়ের থেকে তাদের মতামত জানতে চাওয়া হয়।
সূত্র: এবেলা
আজকের বাজার: সালি / ৩১ জানুয়ারি ২০১৮