দ্বিতীয় ধাপে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপত্তার ইস্যুতে সিরজটি খেলছেন না দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীম। মুমিনুল-তামিমদের সঙ্গে পাকিস্তান না গেলেও বসে থাকবেন না দেশ সেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় লেগে মাঠে দেখা যাবে তাকে।
নতুন ব্যাট নিয়ে মাঠে নামতে দেখা যাবে মুশফিককে। বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই। তার ভেরিফাইড ফেইসবুক পেজে নতুন ব্যাটের ছবি পোস্ট করে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ আমার নতুন ব্যাট। ইনশাআল্লাহ আমার নতুন ব্যাট দিয়ে আমি অনেক রান করতে পারবো।
মুশফিক দীর্ঘ দিন যাবৎ ‘ডিএসসি’ ব্যাট দিয়ে খেলে আসছেন। তবে এবার নতুন বছরে নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন তিনি। নতুন বছরে ‘এসএস’ ব্যাট দিয়েই বিসিএল করবেন মিস্টার ডিপেন্ডেবল।
আজকের বাজার/আরিফ