আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে দেশের রপ্তানি খাতের উৎসে আয়করের হার বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ ২৪ মে বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘রপ্তানি আয় বাড়াতে বাণিজ্য ও মুদ্রার বিনিময় হার সংক্রান্ত নীতি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
রাজধানীর বনানীতে পিআরআইয়ের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘ভারতের মতো দেশ রপ্তানি খাতে অনেক সুবিধা দেয়। আমরা যতই বলি দিই, আসলে ততটা সুবিধা দিতে পারি না। এই যেমন উৎসে কর, যা গত বছর শূন্য দশমিক ৭ শতাংশ ছিল, তা এবার বাড়বে।’ তবে কত বাড়বে তা তিনি উল্লেখ করেননি।
প্রায় প্রতিবছর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেটে পোশাকসহ অন্যান্য রপ্তানি খাতের উৎসে কর বাড়িয়ে থাকেন। পরে পোশাক রপ্তানিকারকেরা তদবির করে করে তা কমিয়ে ফেলেন। চলতি অর্থবছরের বাজেট ঘোষণাকালে পোশাক খাতের উৎসে আয়কর শূন্য দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ করা হয়। পরে পোশাক রপ্তানিকারকদের দাবির মুখে তা কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশ করা হয়।রপ্তানি খাতে উৎসে কর হলো রপ্তানির মোট মূল্যের ওপর কেটে রাখা আগাম আয় কর।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদী সাত্তার, ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ, নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ২৪ মে ২০১৭