যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ‘সন্ত্রাসী হামলা’র ঘটনা ঘটেছে। এতে ৯ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালি য়ে এ হামলা চালানো হয়। এ হামলার ঘটনায় লন্ডন ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, লন্ডনের ব্রিজে এ হামলায় ৬জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ।
রোববার ৪ মে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
এছাড়া কাছাকাছি সময়ে নিকটবর্তী বারা মার্কেট এলাকায় ছুরি হাতে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে কয়েকজন।
বিবিসি জানিয়েছে, ৯ জন ব্যক্তি এসব ঘটনায় নিহত হয়েছেন। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস অন্তত ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর দিয়েছে। এর বাইরে আহত আরও কয়েকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজামে এই হামলাকে ‘ভয়ঙ্কর ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। নির্বাচনী প্রচার স্থগিত রেখে রোববার নিরাপত্তা বিষয়ক কোবরা কমিটির জরুরি বৈঠকে বসছেন তিনি।
লন্ডন মহানগর পুলিশ জানিয়েছেন, তারা লন্ডন ব্রিজ ও বারা মার্কেটের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।
আজকের বাজার:এসএ/এলকে/ ০৪ জুন ২০১৭