যুক্তরাজ্যে সন্ত্রাসবাদের প্রধান বিদেশি মদদদাতা হিসেবে সৌদি আরবের নাম এসেছে একটি সংগঠনের গবেষনা প্রতিবেদনে। হেনরি জ্যকসন সোসাইটি নামের সংগঠনটির করা প্রতিবদেনে সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে বলে বিবিসির খবরে প্রকাশ করা হয়েছে।
শিগগিরই সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সন্ত্রাসবাদে মদদ দেওয়ার বিষয়ে একটি গণতদন্তের দাবি জানায় হেনরি জ্যকসন সোসাইটি।
তাদের দাবি, মধ্যপ্রাচ্য ভিত্তিক অনেক ইসলামি সংগঠনের সঙ্গে জিহাদি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তা দিনে দিনে বাড়ছে।
আজকের বাজার: এলকে/এলকে ৫ জুলাই ২০১৭