এবার হলিউডে রাধিকা আপ্তে

তামিল, তেলুগু, হিন্দি, মারাঠি, বাংলা এই সব ভাষার ছবিতেই বেশ সাবলীল রাধিকা আপ্তে। গ্রামের মেয়ের চরিত্র হোক বা কর্পোরেট লেডি, সবেতেই বাজিমাত করার ক্ষমতা রাখেন এই অভিনেত্রী। যদি দু’মিনিটের জন্য কোনো ছবিতে অভিনয় করেন তাহলেও আপনার চোখ তার থেকে সরতে দেবেন না রাধিকা।

অভিনয় দক্ষতার গুণে সমালোচক থেকে ভক্তদের প্রশংসা তো কুড়িয়েছেনই, এর বাইরে বিভিন্ন পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। বলিউড, টলিউডে হাত পাকিয়ে এবার তিনি চলেছেন হলিউডের দিকে।

নিজের টুইটারে পোস্ট করলেন এই সুখবর। খুব শিগগিরই তাকে দেখা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে তৈরি একটি স্পাই ড্রামা ছবিতে। সত্যঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি।

উইনস্টাইন চার্চিলের ‘সিক্রেট আর্মি’কে সেলুলয়েডে রূপ দেবেন পরিচালক লিডিয়া ডিন পিলচার। রাধিকার সহ-অভিনেত্রী হিসেবে থাকছেন স্ট্যানা ক্যাটিক, সারা মেগান থমাস। ছবিতে রাধিকা অভিনয় করবেন নূর ইনায়াত খানের চরিত্রে।

এস/