মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আরো ১৩০০ চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্রাথমিকভাবে প্রকাশিত তালিকায় এসব পণ্যের মধ্যে টেলিভিশন, মোটরসাইকেল ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে বলে জানা গেছে। দুদেশের বাণিজ্য যুদ্ধের সবশেষ সংস্করণ এই শুল্ক বৃদ্ধির ঘোষণা।
এর আগে গত সোমবার ১২৮ মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক বৃদ্ধির পাল্টা জবাব হিসেবেই এ পদক্ষেপ নিলো ট্রাম্প প্রশাসন এমনটাই ধারণা করা হচ্ছে। নতুন করে ঘোষিত পণ্যগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের সাথে বার্ষিক পাঁচ হাজার কোটি ডলারের বাণিজ্য করে।
মার্কিন বাণিজ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের অর্থনীতিকে রক্ষা ও চীনা পণ্যের বাজার দখল ঠেকাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
এস/