করোনা সংক্রমণের কারণে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়।
আজ বুধবার দুপুরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানান।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৩ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় খুলার সিদ্ধান্তটি নির্ভর করছে সেখানকার আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার ওপর।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে মিল রেখে আমরাও ছুটি ১২ জুন পর্যন্ত করা হবে। এরপর ১৩ জুন থেকে আমরাও খুলে দিতে চাই।