প্রায় ৪০০ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় আরব বাংলাদেশ ব্যাংকের (এবি) চেয়ারম্যান এম ওয়াহিদুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি ঢাকার দিলকুশাস্থ বিসিআইসি ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দুদকের পরিচালক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।
২০১৭ সালের ২৮ জুন বনানী মডেল (ডিএমপি) থানায় দুদক উপপরিচালক শেখ আব্দুস সালাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে, অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনকভাবে প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেডের (পিবিটিএল) ব্যাংক গ্যারান্টির আবেদন কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই ব্যাংকের ঋণ প্রদান সংক্রান্ত নিয়ামাচার ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলার উপেক্ষা করে জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি ইস্যু করার জন্য এবি ব্যাংকের মহাখালী শাখা থেকে প্রস্তাব প্রধান কার্যালয়ে প্রেরণ করে।
ওই প্রস্তাব অনুমোদন করা যায় কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা না করে শাখার প্রস্তাব ও ক্রেডিট কমিটির সুপারিশ অনুযায়ী তৎকালীন সময়ে কর্মরত তিনজন ব্যবস্থাপনা পরিচালকের সহায়তায় চারটি বোর্ড সভার মাধ্যমে ৩৪৮ কোটি ৫০ লাখ টাকার অপরিবর্তনীয় শর্তবিহীন ব্যাংক গ্যারান্টি অনুমোদন করা হয়।
এরপর ওই অপরিবর্তনীয় শর্তবিহীন ব্যাংক গ্যারান্টি সহায়ক জামানত হিসেবে ব্যবহার করে প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড ঢাকা ব্যাংক লিমিটেড থেকে ১০০ কোটি, আইএফআইসি ব্যাংক থেকে ৫০ কোটি টাকা, কমার্স ব্যাংক লিমিটেড থেকে ১০ কোটি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডে (সাবিনকো) থেকে ২৩ কোটি, পূবালী ব্যাংক লিমিটেড থেকে ৩০ কোটি, ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৪৭ কোটি, এনসিসি ব্যাংক লিমিটেড থেকে ৫০ কোটি, সিটি ব্যাংক লিমিটেড থেকে ৩৮ কোটি ৫০ লাখ, টাকাসহ মোট ৩৪৮ কোটি ৫০ লাখ টাকা ঋণ গ্রহণ করে।
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭