দেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান্ ওয়াহিদুল হক পদত্যাগ করেছেন। সেই সঙ্গে পদত্যাগ করেছেন ব্যাংটির ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও পরিচালক ব্যারিস্টার ফাহিমুল হক।
বৃহস্পতিবার ২১ডিসেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁরা পদত্যাগ করেন। ব্যাংকের চেয়ারম্যান ওয়াহিদুল হক আজকের সভায় উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে সভায় যেতে পারেন নি।
আর পদত্যাগ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুসারে মেয়াদ পূর্ণ হওয়ায় পদত্যাগ করেছেন তাঁরা ।
২০০৮ সাল থেকে এবি ব্যাংকের চেয়ারম্যান পদে ওয়াহিদুল হক আর ভাইস চেয়ারম্যান পদে ছিলেন সেলিম আহমেদ। ব্যাংক কোম্পানি আইনে ব্যাংক পরিচালনা পর্ষদের একজন পরিচালক দুই মেয়াদে সর্বোচ্চ ছয় বছর থাকতে পারেন।
আজকের বাজার:এসএস/২১ডিসেম্বর ২০১৭