টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ডাকা হলেও তারা সময় চেয়ে আবেদন করেন বলে জানা গেছে।
সিঙ্গাপুরে অফশোর প্রতিষ্ঠান তৈরি করে অর্থপাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালককে তলব করেছে। প্রথম দফায় চলতি মাসের ১৩ ও ১৪ ডিসেম্বর এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান,শামীম আহমেদ চৌধুরী এবং হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে ডাকা হয়। ওই সময় তারা উপস্থিত না হয়ে সময় চেয়ে দুদকের কাছে আবেদন করে। এরপর বুধবার ২৭ ডিসেম্বর আবার নোটিশ পাঠানো হয়। সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমানকে বৃহস্পতিবার উপস্থিত থাকতে বলা হয়েছে।
অফশোর ইউনিটের মাধ্যমে ৪ বিদেশি কোম্পানির নামে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার (৩৪০ কোটি টাকা) পাচারের অভিযোগে তাদের তলব করেছে দুদক।
আজকের বাজার : এলকে ২৭ ডিসেম্বর ২০১৭