দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এবি ব্যাংকের পরিচালনা পরিষদের ছয় সদস্য।বিদেশে অর্থ পাচারের অভিযোগে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে জানান, ওই ছয়জন দুদকের তলবে রোববার সকাল ৯টায় কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হন।
এবি ব্যাংকের এই ছয় পরিচালক হলেন- শিশির রঞ্জন বোস, মো. মেজবাহুল হক, মো. ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, মোছা. রুনা জাকিয়া ও মো. আনোয়ার জামিল সিদ্দিকি।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
সিঙ্গাপুর ভিত্তিক একটি অফসোর কোম্পানি খোলার নাম করে দুবাইয়ের পিজিএফ নামের একটি প্রতিষ্ঠানে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক গত ১ জানুয়ারি ওই ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি পাঠায়।
অর্থ পাচারের ওই ঘটনায় ব্যাংকটি সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ ব্যাংকটির সাবেক ও বর্তমান ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
আজকের বাজার:এসএস/৭জানুয়ারি ২০১৮