এবি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১৩% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারেরর তালিকাভুক্ত এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ। আর ১০ শতাংশ রি-ইনভেস্টমেন্ট ইউনিট।

ডিএসই সূত্র সূত্র জানায়, ৩০জুন, ২০১৭ সমাপ্ত মেয়াদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। বুধবার ট্রাস্টির সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ২৮ পয়সা। ইউনিট প্রতি মার্কেট মূল্য ১২ টাকা ৭৮ পয়সা। ফান্ডটির রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।

আজকের বাজার: এলকে/এলকে ০৯ আগস্ট ২০১৬