পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। সম্প্রতি কোম্পনিটি তৃতীয় প্রান্তিকের অনিরীতি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে দেখা যায় আলোচ্য সময়ে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা। যা এর আগের বছর ছিল ৩ টাকা ৭৯ পয়সা।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪০ টাকা ৮৯ পয়সা।
প্রসঙ্গত, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
আজকের বাজার: আরআর/ ২৯ এপ্রিল ২০১৭