এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড (ক্রাউন সিমেন্ট) বিদায়ী হিসাববছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। আজ রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পরিষদের সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন, ২০১৮ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
আলোচিত বছরে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ১৩ পয়সা। ৩০ জুন তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ৯৮ পয়সা।
আগামী ৬ ডিসেম্বর সকাল ১১টায় মুন্সীগঞ্জের মুক্তারপুরে অবস্থিত এমআই সিমেন্টের ফ্যাক্টরি প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১২ নভেম্বর।