মেজর লীগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচের জন্য ৩০ জনের একটি প্রাথমিক দল ঘোষনা করা হয়েছে। যেখানে ইন্টার মিয়ামি সুপারস্টার লিওনেল মেসিসহ আরো রয়েছেন তার ক্লাব সতীর্থ সার্জিও বাসকুয়েটস, জোর্দি আলবা ও লুইস সুয়ারেজ।
আগামী ২৪ জুলাই ওহাইওর কলাম্বাসে মেক্সিকান লিগ অল-স্টার্সের বিপক্ষে মাঠে নামবে এমএলএস লিগের শীর্ষ প্রতিভাবানরা।
আটবারের ব্যালন ডি’অর বিজয়ী ৩৭ বছর বয়সী মেসি এ বছর এমএলএ’এ শীর্ষে থাকা মিয়ামির হয়ে প্রথম মৌসুমেই ১২ ম্যাচে ১২ গোল করা ছাড়াও ১৩টি এ্যাসিস্ট করেছেন। এছাড়া স্ট্রাইকার সুয়ারেজ, মিডফিল্ডার বাসকুয়েটস ও লেফট-ব্যাক আলাবাকে নিয়ে ২১ ম্যাচে মিয়ামিকে ৪৪ পয়েন্ট উপহার দিয়েছেন। এর মধ্যে ১৩টি জয় পাঁচটি ম্যাচে ড্র রয়েছে। (বাসস/এএফপি)