রাজধানী রামপুরার ওয়াপদা রোডের এমএল টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। আজ রোববার বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ১২ তলা ভবনের ৬ তলায় দুপুর পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের প্রায় দেড়ঘন্টা পর ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়, ১২ তলা ভবনের ৬ তলায় আশিয়ানা গার্মেন্টসের গোডাউনে আগুন লাগে। প্রতিদিন এ গার্মেন্টেসে প্রায় ৪ থেকে ৫০০ শ্রমিক কাজ করে।
দুপুরে খাবার বিরতি হওয়ায় ঘটনাস্থলে কম শ্রমিক অবস্থান করছিল। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন লাগবার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।
এস/