এমটিবি ইউনিট ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩.২৫% নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।
সোমবার অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির বৈঠক থেকে ২০১৭-১৮ হিসাববছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, স্পন্সর মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক ও হেফাজতকারী হল ব্র্যাক ব্যাংক লিমিটেড।
৩০শে জুন ২০১৮ পর্যন্ত যে সকল ইউনিটহোল্ডারের নাম রেজিস্ট্রি তালিকাভুক্ত তারা এ ঘোষিত নগদ লভ্যাংশ প্রাপ্তির যোগ্য হবেন।