মুদ্রা পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্রাঞ্চ এন্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স (বামেলকো) সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত। গত ১১ ফেব্রুয়ারী সাভারে ব্রাক-সিডিএমে এ সম্মেলন হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজ্যান্স ইউনিট (বিএফআইইউ)-এর জেনারেল ম্যানেজার দেবপ্রসাদ দেবনাথ।
এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ অপারেটিং অফিসার মোঃ হাসেম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক এবং গৌতম প্রসাদ দাস, চীফ এন্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার স্বপন কুমার বিশ্বাস, এমটিবির ১১১টি শাখার বামেলকোবৃন্দ, এমটিবি সিকিউরিটিজ এবং এমটিবি ক্যাপিটালের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
সুত্র: দ্য রিপোর্ট