নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আবারো ২ দিনের কর্মসুচি ঘোষণা করেছে শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
বুধবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারন সম্পাদক বিনয় ভূষন রায় এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে আছে- আগামী ২৮শে মে সব জেলায় প্রস্তুতি সভা ও ১০ই জুন থেকে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট।
ফেডারেশনের সাধারন সম্পাদক বিনয় ভূষন রায় বলেন, শিক্ষামন্ত্রনালয়ের আশ্বাসের ভিত্তিতে গত ৫ই জানুয়ারী জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি প্রত্যাহার করেন তারা। কিন্ত প্রত্যাহারের ৪ মাস পেরিয়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দৃশ্যমান কোন প্রক্রিয়া দেখা যায়নি।
আগামী বাজেটে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকলে রমজানেই রাজপথে নামার হুশিয়ারী দেন ফেডারেশনের নেতারা।
আরজেড/