শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) থাকা শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।
অতীতে মান যাচাই না করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে অভিযোগ করে মন্ত্রী নতুন করে মান যাচাইয়ের কথা জানান।
রবিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাসের আগে শিক্ষা মন্ত্রণালয়ের দাবির বিপরীতে ছাটাই প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। এর আগে বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির ১০ জন সংসদ সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বরাদ্দের বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাব দেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেছেন তাদের দলগুলো দীর্ঘদিন এদেশে ক্ষমতায় ছিল। আমরা ক্ষমতায় থাকতে তাদের ক্ষমতার অপব্যবহার দেখেছি। তখনকার শিক্ষাখাতে বরাদ্দ, শিক্ষার মান, শিক্ষা প্রতিষ্ঠানের মান সম্পর্কেও আমরা অবগত আছি।’
এ সময়ে শিক্ষামন্ত্রী অতীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের জন্য বিএনপির সরকারকে অভিযুক্ত করে বলেন, ‘বিএনপির সময় কোনো কোনো প্রভাবশালী মন্ত্রী তার নিজের এলাকায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন। সুতরাং এসব এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মান যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করছি।’
সূত্র – ইউএনবি