টানা ১৯ দিনের মাথায় এসে সোমবার কর্মসূচি স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানায় আন্দোলনকারীরা। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে চলতি মাসের ১০ তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। এর পাঁচদিন পর তারা আমরণ অনশন শুরু করেন। পরে ৬ দিন ধর্মঘট কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও সাধারণ বিভাগের দুই অতিরিক্ত সচিব সোমবার ২৯ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেস কাবের সামনে আন্দোলনরত শিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
কর্মসূচির আয়োজক বেসরকারি শিা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের আহ্বায়ক মো. আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন স্থগিত করেছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে ও এসএসসি পরীার কথা বিবেচনায় রেখে আগামী বাজেট অধিবেশন পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত থাকবে।
আজকের বাজার : আরএম/ ওএম/ ২৯ জানুয়ারি ২০১৮