স্কুল-কলেজের ৮৯৬ শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। এই নভেম্বর (২০১৯) মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে।
রোববার, ২৪ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা, অধিদপ্তরের দুই পরিচালক, নয় জন আঞ্চলিক উপপরিচালকসহ প্রায় ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমপিওভুক্তদের মধ্যে বরিশাল জেলায় ৫০ জন, চট্টগ্রামের ৭১ জন, কুমিল্লা ৫৩, ঢাকা ২০৯, খুলনায় ৯৮, ময়মনসিংহ ৯৫, রাজশাহীতে ৮৭, রংপুরে ১৮৯ এবং সিলেটে ৩৭। তারা সবাই বিভিন্ন সময়ে নিয়োগ পেলে অনলাইনে আবেদন করেছিলেন। এছাড়াও অফলাইনে আবেদনকারীদের মধ্যে ৭ জনকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।
এছাড়াও ভুল সংশোধন হয়েছে ১,১৯২টি, বদলি ৩০০, পদোন্নতি ১৮২ এবং ৫৪ জনকে বকেয়া দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছ।
আজকের বাজার/এমএইচ