সারা দেশের আরও দুই হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেন।
এ এমপিওভুক্তি ভূতাপেক্ষভাবে চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে।
এমপিওর নতুন তালিকায় জায়গা পেয়েছে এক হাজার ৬৫১টি স্কুল ও কলেজ, ৫৫৭টি মাদ্রাসা এবং ৫২২টি কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান।
স্কুল ও কলেজগুলোর মধ্যে ৪৩৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম শ্রেণি), ৯৯৫টি মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম), ৬৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৯৩টি কলেজ ও ৫৬টি ডিগ্রি কলেজ।
মাদ্রাসার মধ্যে আছে ৩৫৭টি দাখিল, ১২৮টি আলিম, ৪২টি ফাজিল ও ২৯টি কামিল প্রতিষ্ঠান।
কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে কৃষি ৬২টি, ভোকেশনাল (স্বতন্ত্র) ৪৮টি, ভোকেশনাল (সংযুক্ত) ১২৯টি, বিএম (স্বতন্ত্র) ১৭৫টি ও বিএম (সংযুক্ত) ১০৮টি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
এর আগে, ২০১০ সালে মোট এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ