এমপিদের জনগণের সাথে দূরত্ব কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজ দলের এমপিদের স্থানীয় জনগণ এবং কর্মীদের সাথে দূরত্ব কমিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি ও জনমত গঠনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে দলের সম্মেলন কক্ষে আওয়ামী লীগের সংসদ সদস্যদের সাথে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে ইউএনবিকে জানান, ‌‘আগামী সংসদ নির্বাচন অন্তভর্ভূক্তিমূলক হবে উল্লেখ করে নেত্রী সবাইকে নিজ নিজ এলাকায় আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।’

‘প্রধানমন্ত্রী আমাদের নিজ এলাকার নেতাকর্মীদের সাথে দূরত্ব কমানো এবং অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ফেলার পরামর্শ দেন’ যোগ করেন তারা।

এদিকে বৈঠকে সংবিধানের (১৭তম সংশোধনী) বিল-২০১৮ নিয়ে আলোচনা হয়। আগামী সপ্তাহে সংসদে এটি পাস হবার কথা রয়েছে। এর আলোকে আগামী ২৫ বছরের জন্য সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত থাকবে।

ওইদিন সদস্যদের সংসদে উপস্থিত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এপ্রিলের ১০ তারিখ আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে উপস্থাপন করেন।

আরএম/