ফেসবুক কর্তৃপক্ষ সব সংসদ সদস্যর (এমপি) পেজ ভেরিফাইড করে দেবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ ছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নামে খোলা আইডিও বন্ধ করার বিষয়ে আশ্বাস দিয়েছে ফেসবুক।
সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের জন্য বৈঠক করে দেশে ফিরে সোমবার (১০ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘ভিআইপিদের অনেক ফেসবুক পেজ আছে, যেগুলো ফেইক। সেগুলোর ইউআরএলটা পাঠানোর সঙ্গে সঙ্গে তারা (ফেসবুক কর্তৃপক্ষ) বন্ধ করে দেবে। আমরা এটা প্রস্তুতও করেছি, এটি আমরা শীঘ্রই (ফেসবুকের কাছে) পাঠাব। এটা তারা ইমিডিয়েটলি বন্ধ করে দেবে।’
তারানা হালিম বলেন, ‘জাতীয় সংসদের সব সংসদ সদস্যর ফেসবুক পেজ তারা (ফেসবুক কর্তৃপক্ষ) ভেরিফাইড করে দেবেন। এ জন্য আমার স্পিকারকে চিঠি লিখছি সব সংসদ সদস্যর যে ফেসবুক পেজটি ভেরিফাইড হবে সেই ইউআরএলটি আমাদের জানানোর জন্য।’
তিনি বলেন, ‘সংসদ সদস্যদের অরিজিনাল আইডিটা যখন ভেরিফাইড হয়ে যাবে, তখন তাদের নামে অন্য যত আইডি থাকবে সেগুলো ফেইক হবে। এখন আমরা ফেইক আইডির বিষয়ে অভিযোগ করি তখন তারা মূল আইডির তথ্য চান। পাসপোর্ট দিয়ে হোক, জাতীয় পরিচয়পত্র দিয়ে হোক বলি যে, এটাই তার প্রকৃত আইডি। এভাবে তারা বুঝে নেয় ফেইক আইডি। অনেক ফেইক আইডি তারা বন্ধও করেছেন।’
ভেরিফাইড ফেসবুক পেজের মানে হচ্ছে, এটি প্রকৃতপক্ষেই সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এটি থেকে উক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের সম্পর্কে অফিশিয়াল তথ্য পাওয়া যায়। ভেরিফাইড ফেসবুক পেজে নামের পাশে নীল রঙের বৃত্তের মধ্যে টিকচিহ্ন দেওয়া থাকে।
ফেসবুকে নারীর প্রতি সহিংসতা : সচেতনতায় কর্মসূচি
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (ফেসবুক) একটি বিষয়ে সম্মত হয়েছেন যে, ফেসবুকে বিভিস্ন পোস্ট বা ভিডিওর মাধ্যমে নারীর প্রতি যে সহিংসতা হয়, এ বিষয়ে ফেসবুক ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে একটি দৃশ্যমান কর্মসূচি গ্রহণ করবে সচেতনতা বৃদ্ধির জন্য।’
ফেসবুকের পোস্টের আপত্তির বিষয়ে অনেকগুলো ঘর আছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘সেই ঘরের কোনটিকে (পোস্টের বিষয়ে) বলা হয় এটি মানহানিকর কি না? এটি হেট স্পিস কি না, এসব। আমরা একটি প্রস্তাব রেখেছিলাম এই ঘরের মধ্যে একটি ছক যুক্ত হবে যে, ভিকটিমকে জিজ্ঞাসা করা হবে এই পোস্ট বা ভিডিওটির বিষয়ে আপনারা মানসিক অবস্থা কী? এটি আমরা যুক্ত করতে অনুরোধ করেছি এ কারণে যে, এই ঘরটি যখন আকেজন ভিকটিম পূরণ করবেন তখন ফেসবুক কর্তৃপক্ষের জন্য বুঝতে সহজ হবে ওই পোস্টটির কারণে তার মানসিক অবস্থা কি রকম।’
‘সেটি (মানসিক অবস্থা) যদি এমন হয় যে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে তখন সেটিকে অত্যন্ত গুরুত্বসহকারে ফেসবুক কর্তৃপক্ষ সাড়া দিয়ে পোস্ট বা ভিডিওটি অপসারণ করবে। ফেসবুক বলেছে এ ছকটির বিষয়ে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছকটি যুক্ত করার বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন’ বলেন প্রতিমন্ত্রী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেবে ফেসবুক
তারানা হালিম বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পুলিশ হেড কোয়ার্টার, স্পেশাল ব্রাঞ্চ, ডিবি পুলিশ, সিআইডি, র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, তাদের ফোকাল পয়েন্ট (যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) যেন প্রেরণ করেন। আমরা সেই বিষয়টি নিয়ে ফেসবুকের সঙ্গে আলোচনা করেছি। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামগুলো আমাদের কাছে পাঠিয়েছেন। সেগুলো আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব।’
‘নামগুলো তাদের কাছে গেলে বিভিন্ন তদন্তাধীন ক্ষেত্রে এবং মামলার ক্ষেত্রে ফোকাল পয়েন্টরা যে তথ্য চাইবেন ফেসবুক কর্তৃপক্ষ সে ক্ষেত্রে যথাযথ সহায়তা করবেন। এ ছাড়াও যে ফোকাল পয়েন্টদের নাম আমরা প্রেরণ করছি, তারা ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে কিছু ট্রেনিং ও আলাপ আলোচনার জন্য সিঙ্গাপুরে যাবেন। এতে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। কোনো উপায় তথ্য চাইতে হবে, কোনগুলো বিচারধীন মামলা সে বিষয়ে উভয় পক্ষ একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারবে।’
ফেসবুকের সঙ্গে আলোচনার মাধ্যমে এজেন্ডার শতভাগ পূরণের আশ্বাস পাওয়া গেছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘ভবিষতেও আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
‘গত দেড় বছরে বিভিন্ন আপত্তিতে ফেসবুক যে সাড়া দিয়েছে, যে ঘনিষ্ঠভাবে যোগাযোগ তাতে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে এবং সমস্যাগুলো সম্পর্কে তারা অনেকাংশেই ধারণা লাভ করতে সক্ষম হয়েছে। যে কারণে তারা বোঝেন কোনটি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে’ বলেন একসময়ের অভিনেত্রী তারানা হালিম।
তিনি বলেন, ‘ফেসবুক এসএমই বুস্ট করার জন্য বাংলাদেশে একটি প্রোগাম করবেন, যে সমস্ত এসএমই আছে সেগুলো কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে আরও প্রসার ঘটানো যায়। ফেসবুক কর্তৃপক্ষ তাদের দৃশ্যমান সহযোগিতা বৃদ্ধি করবেন।’
ফেসবুকে বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের বিষয়ে কোন আলোচনা হয়েছি কি না-জানতে চাইলে তারানা হালিম বলেন, ‘আলোচনা হয়নি। ভবিষ্যতে এ বিষয়টি আমরা তুলে ধরব।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগও ফেসবুকের সঙ্গে আলোচনায় করে, এটা সমন্বিতভাবে হচ্ছে কি না-এ বিষয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা আমাদের এজেন্ডাগুলোই তুলে ধরছি। আমরা আশা করি এটি সমন্বিত হলে সবাই উপকৃত হবেন। আইসিটি বিভাগকেও বলেছি সমন্বিতভাবে উদ্যোগগুলো গ্রহণ করতে। তখন আমাদের আলোচনার এজেন্ডা বাড়বে, আমাদেরটা তাদের সঙ্গে যুক্ত হবে। এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গ অচিরেই কথা বলব।’
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আর বলেন, ‘ফেসবুকে যেগুলো চূড়ান্ত মানহানিকর, সেগুলোর ব্যাপারে তাদের বলেছি দ্রুত সাড়া দিতে। এগুলো ভাইরাল হয়ে যায় যে ওই ব্যক্তির মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। তারা বলেছে এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবেন।’
৬৩-৬৫ শতাংশ অভিযোগের সাড়া দিয়েছে ফেসবুক
জানুয়ারি থেকে ৬৩-৬৫ শতাংশ অভিযোগের সাড়া এসেছে বলে জানান তারানা হালিম। তিনি বলেন, ‘এটিকে আমরা যথেষ্ট ইতিবাচক বলে মনে করি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন তারা কোনোভাবেই জঙ্গিবাদকে সমর্থন করেন না, জঙ্গিবাদকে উৎসাহ প্রদান করে এমন কনটেন্টের ব্যাপারে তারা অত্যন্ত সতর্ক। শুধু বাংলাদেশের না, সমস্ত বিশ্বে জঙ্গিবাদী এবং ধর্মীয় উগ্রবাদী বিভিন্ন পোস্টের বিষয়ে তারা বলেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি অপসারণ করবেন। জঙ্গিবাদবিরোধী অবস্থানের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে তারাও একসঙ্গে কাজ করবেন।’
এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।