দশম সংসদ না ভেঙে দিয়ে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুখলেছুর রহমান।
গত ৬ ফেব্রুয়ারি রিটটির বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী তৌহিদুল ইসলাম গত ২০ জানুয়ারি একাদশ সংসদের সংসদ সদস্যদের পদের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিটটি দায়ের করেন।