ঢাকার মহাখালী ফ্লাইওভারে গাড়িচাপায় পথচারী সেলিম ব্যাপারী (৪৮) নিহতের ৩৬ ঘন্টা পার হলেও মামলার আসামী এমপিপুত্র শাবাব চৌধুরীকে গ্রেপ্তার ও ঘাতক গাড়িটি জব্দ করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১৯ জুন) রাতে মহাখালী ফ্লাইওভারে নিহতের এ ঘটনা ঘটে। নিহত সেলিম ব্যাপারীর গ্রামের বাড়ি বরিশালে। তিনি পরিবার নিয়ে উত্তরখান এলাকায় থাকতেন।
ঘটনার তিন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মঙ্গলবার রাতে সেলিম ব্যাপারী মহাখালী ফ্লাইওভারে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় এমপিপুত্র শাবাবের গাড়িটি সেলিমের পায়ের ওপর তুলে দেয়। পরে সেলিম বাম্পার ধরে ফেললে গাড়িটির চালক শাবাব ব্যাক গিয়ারে এসে আরও বেপরোয়া হয়ে ওঠে। গতি বাড়িয়ে তিনি আবারও সামনের দিকে এগিয়ে যান। এতে সেলিম ছিটকে ফ্লাইওভারের গার্ডারে গিয়ে পড়েন। মুহূর্তেই মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায় তার। ঘটনাস্থলেই তিনি মারা যান।
জানা যায়, ওই রাতেই রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেছেন নিহতের জামাতা আরিফুল ইসলাম ভুঁইয়া। তবে মামলা হওয়া ৩৬ ঘন্টা পার হলেও এখনও আসামীকে প্রেপ্তার ও ঘাতক গাড়িটি জব্দ করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামিম হোসেন জানায়, সেলিম ব্যাপারী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে অভিযানও অব্যাহত রয়েছে।
শাবাব নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী ও কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলির একমাত্র ছেলে। তিনি রাজধানীতেই অবস্থান করছেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সেলিম ব্যাপারীকে চাপা দেয় ঢাকা মেট্রো ঘ-১৩-৭৬৫৫ নম্বর গাড়িটি। এটি শাবারের মা শিউলির নামে নিবন্ধিত।
সেলিমকে চাপা দেয়ার পর গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে ন্যাম ফ্ল্যাটে চলে যান শাবাব। এর পর থেকে গাড়িটি সেখানেই রয়েছে বলে জানা গেছে।
তবে গাড়িটি জব্দ করার বিষয়ে জানতে চাইলে ওসি শিকদার মোহাম্মদ শামিম হোসেন জানান, তারা ঘাতক গাড়িটি খুঁজছেন। এখনও জব্দ করতে পারেননি।
আজকের বাজার/এমএইচ