বরিশাল-১ আসনে আওয়ামী লীগ সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস জানান, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আবুল হাসানাতকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়।
তালুকদার ইউনুস আরও জানান, হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোভিড-১৯ পরীক্ষার জন্য এমপি আবুল হাসনাতের নমুনা নিলেও তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
চিকিৎসকরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।