বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক শোকবার্তায় বাদলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার সকালে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী বলেন, বাদলের মৃত্যুতে দেশ একজন নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালো।।
উল্লেখ্য, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) একাংশের নির্বাহী সভাপতি বাদল আজ সকালে ভারতের বেঙ্গালুরের এক হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
আজকের বাজার/এমএইচ