এমপি বি এইচ হারুনকে তলব করেছে দুদক

ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) ও প্রিমিয়ার ব্যাংকের পরিচালক বি এইচ হারুনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১১ এপ্রিল সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলেছে দুদক।

আজ মঙ্গলবার বি এইচ হারুনের ঠিকানায় এ নোটিশ পাঠিয়েছেন দুদকের উপপরিচালক মো. সামছুল আলম।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রিমিয়ার ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে গ্রাহকের নামে অতিরিক্ত চেক বই দেখিয়ে জাল স্বাক্ষরের মাধ্যমে প্রায় ১৩৪ কোটি টাকা আত্মাসাৎ করেছেন।

অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে এমপি হারুন ঢাকা ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের দেনা পরিশোধ করেছেন। কিনেছেন প্রিমিয়ার ব্যাংকসহ বিভিন্ন কোম্পানির শেয়ার।

এ ছাড়া বনানী ও বারিধারায় বহুতল ভবন নির্মাণ ও বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্লট ক্রয় করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, অবৈধভাবে আত্মসাৎ করা ব্যাংকের টাকায় দুটি জাহাজ ও চারটি বিলাস বহুল গাড়ি কেনাসহ নানা খাতে ব্যয় করেছেন তিনি।

আরএম/