এমবি ফার্মার ক্রেডিট রেটিং “এ-”

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্রেডিট রেটিংয়ে “এ-” পেয়েছে।

ডিএসই সূত্রে পাওয়া তথ্য মতে, আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) কোম্পানিটির রেটিং করেছে। এতে দীর্ঘ মেয়াদে কোম্পানিটি “এ-” পেয়েছে। আর স্বল্প মেয়াদে “এসটি–২” পেয়েছে।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত হিসাব এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এ মান নির্ধারণ করেছে এসিআরএসএল।

আজকের বাজার : এলকে /এলকে ৬ জুন ২০১৭