এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইজিএম অনুষ্ঠিত

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে এটি অনুষ্ঠিত হয়। কোম্পানি সেক্রেটারি সাদিয়া আফরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানিটির চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোম্পানিটির পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি (বিআইবিএম), ড. সন্তোষ কুমার দেব (সহযোগী অধ্যাপক, ঢাবি), মো. সজিব হোসেন (সি.এফ.এ, সহযোগী অধ্যাপক, ঢাবি)। এছাড়া শেয়ারহোল্ডার পরিচালক (মিনোরী বাংলাদেশ লিমিটেড কর্তৃক মনোনীত) মো. নাসির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন, মো. রুবেল সরদার ও প্রতিষ্ঠানটির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্ব-শরীরে উপস্থিত ছিলেন। পাশাপাশি কোম্পানির শেয়ার হোল্ডারগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম।

ডিজিটাল প্লাটফর্মে গতকাল শনিবার সকাল ১০টায় মতামত ও ভোটগ্রহণ শুরু হয়ে চলে রোববার সকাল ১০টা ২০মিনিট পর্যন্ত। ভোটে সর্বসম্মতিক্রমে মিনোরী বাংলাদেশ লিমিটেড কর্তৃক বিনিয়োগকৃত ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪৪ টাকার বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪টি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পক্ষে ভোট পড়ে ২,৫৭,৫৮,২৩০ টি ও বিপক্ষে ৩,১২৯ টি।