এমারেল্ড অয়েলের পরিচালকদের জরিমানা ও বিও হিসাব জব্দের নির্দেশ বিএসইসি’র

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমারেল্ড অয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের উদ্দোক্তা পরিচালকদের সকল (বেনেফিশিয়ারি ওনার্স) বিও হিসাব জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬৭৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিষ্ঠানের পরিচালক ছাড়াও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান ফিন্যান্সিয়াল কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব এবং হেড অড ইন্টার্নাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্সের সব বিও হিসাব বন্ধ করার নির্দেশনা দিয়েছে দ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমারেল্ড অয়েল ইন্ডাষ্ট্রিজ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের বার্ষিক হিসাব বিবরণী দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ (৩ক) এর সুষ্পষ্ট লঙ্ঘন। এ্জন্য প্রতিষ্টানটির প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা করারও সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

তবে প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকরা বিএসইসি’র জরিমানা ও বিও হিসাব জব্দের নির্দেশনার বাইরে থাকবেন ।

 

 

আজকের বাজার /মিথিলা