দু্বাইয়ের এমিরেটস এয়ারলইন্সের একটি বিমান নিউইর্য়কে অবতরণের পর ১৯ জন যাত্রীর অসুস্থ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বিবিসির প্রতিবেদনে। ১১ জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বিমানটিকে নিউইর্য়কের জেএফকে বিমানবন্দরে আলাদা করে রাখা হয়েছে বলে জানা গেছে বিবিসির প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এর আগেই কিছু ক্রুসহ প্রায় ১০০ জন লোক অসুস্থতার কথা জানিয়েছিলেন। দুবাই থেকে রওনা দেওয়া এমিরেটস ফ্লাইট-২০৩ তে ৫২১জন যাত্রী নিয়ে বুধবার সকাল ৯ টা ৬ মিনিটের দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে।
সিডিসি এক বিবৃতি জানিয়েছ, বিমানে কিছু ক্রুসহ প্রায় ১০০ জন যাত্রী কাশি, জ্বর, এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অসুস্থতা বোধ করার কথা বলেন।
এদিকে এক বিবৃতিতে ১০ জন যাত্রী অসুস্থতার কথা নিশ্চিত করেছে দুবাই এমিরেটস এয়রলাইন্স।
যুক্তরষ্ট্রের এক সরকারী কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছে, এ ঘটনার সাথে নিরাপত্তা ও সন্ত্রাসের বিষয়ের কোন প্রমান পাওয়া যায়নি।