এরদোগানকে রাষ্ট্রপতির অভিনন্দন

তুরস্কের জনগণ তাদের  শাসক হিসেবে আবারও ক্ষমতাসীন প্রেসিডেন্ট  এরদোগানকেই বাছাই করেছেন। আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেফ তাইয়্যিপ এরদোগানকে অভিন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, এটি এরদোগানের নেতৃত্বের প্রতি তার্কিশ জনগণের আস্থার প্রতিফলন। খবর ইউএনবির।

রাষ্ট্রপতি বলেন, পরবর্তী মেয়াদের জন্য তুরস্কের জনগণ আপনাকে পুনঃনির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত। নির্বাচনে বিশাল এই সাফল্যের জন্য আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, ওই বার্তায় রাষ্ট্রপতি যথাশীঘ্র দুই দেশের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার জন্যও এরদোগানকে আমন্ত্রণও জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, ইতিহাস, সংষ্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যগত কারনে আমাদের দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, তিনি বিশ্বাস করেন যে, আগামী কয়েক বছরে উভয় দেশের ভ্রাতৃপ্রতিম জনগণ শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সবশেষে এরদোগানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তুরস্কের সুখ, শান্তি ও অগ্রগতির আশা প্রকাশ করেন।

আরজেড/