সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে। আগামীকাল এরশাদের মরদেহ নেওয়া হবে রংপুরে।
এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান। এরশাদ মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত ছিলেন, রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতায়ও ভুগছিলেন তিনি।