রাষ্ট্রপতি থাকাকালে উপঢৌকন সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগের বিরুদ্ধে দেওয়া ৩ বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে সাবেক রাষ্টপতি এইচএম এরশাদের করা আপিলের রায় ৯ মে।
মঙ্গলবার এই মামলায় এরশাদ ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানী শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন নির্ধারণ করেন।