বাঁশখালী বৈলছড়ী হাই স্কুল মাঠে আয়োজিত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জনসভা বানচাল হয়ে গেছে। এর প্রতিবাদে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাঁশখালী, পেকুয়া,সাতকানিয়া (পশ্চিমাংশ) আংশিক যানবাহন শ্রমিকদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
সকাল থেকে হাজার হাজার পরিবহন শ্রমিকরা মাথায় লাল ফিতা বেধে রাস্তায় জড়ো হয়। বাঁশখালীর চাঁনপুর, পুঁইছড়ী, চাম্বল, বৈলছড়ী, গুনাগরী খাসমহল, জলদী, সাধনপুর, বাহারচড়া, মোশারফ আলী মিয়ার বাজার, নাপোড়া, কাথারিয়া, চেচুরিয়া ছনুয়া, পেকুয়া, শেখেরখীলসহ প্রত্যেকটি এলাকায় শ্রমিকরা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
পরিবহন শ্রমিকদের আহবানে সর্বাত্মক হরতাল চলকালে দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষও রাস্তায় নেমে আসে। সমাবেশ করতে না দেয়া নানান ধরনের শ্লোগানে শ্লোগানে সারাদিন মুখরিত ছিল বাঁশখালীর রাজপথ। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আহমদ হোসেন, কফিল উদ্দিন, পরিবহন শ্রমিক নেতা বদিউল আলম, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।
উল্লেখ্য, বৈলছড়ী হাই স্কুল মাঠে তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত করায় সর্বপ্রকার সিএনজি ডিজেল চালিত পরিবহন শ্রমিকদের উদ্যোগে চট্টগ্রামের সাবেক মেয়র, সাবেক সাংসদ, জাপার প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌদুরী’র গণ সংবর্ধনা উপলক্ষ্যেই ২১ সেপ্টেম্বর জনসভার আয়োজন ছিল। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিত থাকার কথা ছিল।
এরশাদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসীরা পরিবহন শ্রমিকদের উপর নির্যাতন, হয়রানি হুমকি-ধামকি ও জনসভা বানচালের প্রচেষ্টা চালায়। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে স্থানীয় পরিবহন শ্রমিক সংগঠনগুলো। বিগত ১০ বছরের মধ্যে এই প্রথম বাঁশখালীতে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক ও স্বতস্ফূর্ত হরতাল পালিত হয়েছে।
আজকের বাজার : এলকে/এলকে ২১ সেপ্টেম্বর ২০১৭