পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
বুধবার (০৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার প্রটোকল কর্মকর্তা খুরশীদ উল আলম বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে তার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞার কাছে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যানের বারিধারা কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলামের নিকট প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন তিনি।
আজকের বাজার/ এমএইচ