জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে,সিএমএইচ ভর্তি হয়েছেন। গতকাল ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাত নয়টার দিকে অসুস্থবোধ করায়, তাকে সেখানে ভর্তি করা হয়।
রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির একটি দৈনিককে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জাপা চেয়ারম্যান গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন।
রংপুর সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে এস এম ইয়াসির বলেন, এরশাদ গ্যাস্ট্রিকের সমস্যার জন্য যে ওষুধ খাচ্ছিলেন, তা তার শরীরের সঙ্গে মানায় নি। তার বিশ্রামের প্রয়োজন
মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরো জানান, ২৭ সেপ্টেম্বর বুধবার এরশাদের উপস্থিতিতে যে জনসভা হওয়ার কথা ছিল, সেখানে হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না।
উল্লেখ, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গত রোববার রংপুর যান জাপা চেয়ারম্যান। গত সোমবার জাতীয় পার্টির মেয়র প্রার্থীর পক্ষে দিনভর প্রচারনা চালান। এর মঙ্গলবার গতকাল রাত আটটার দিকে এক জনসভায় থাকাকালে তিনি অসুস্থবোধ করেন। উপস্থিত নেতা-কর্মীরা এর কিছু পরেই, তাকে রংপুর সিএমএইচে নিয়ে যান।
আজকের বাজার : এলকে/এলকে ২৭ সেপ্টেম্বর ২০১৭