স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় লাকসাম উপজেলার প্রায় ২০ হাজার পরিবার ত্রাণ সহায়তা পাচ্ছেন।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদের কাছে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া।
এরপর স্থানীয় উপজেলা পরিষদের আয়োজনে জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে এ ত্রাণ পৌঁছে দিচ্ছেন।
লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী জানান, মন্ত্রীর নির্দেশে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৪ কেজি আটা, দেড় কেজি আলু, মসুর ডাল, পেঁয়াজ, এক কেজি করে সোয়াবিন তেল ও সাবান দেয়া হচ্ছে।
এ সময় লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা সহকারী কমিশনার উজালা চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পড়শী সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা উপস্থিত ছিলেন।
একইভাবে এলজিআরডি মন্ত্রীর নির্বাচনী এলাকা মনোহরগঞ্জ উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। সূত্র – ইউএনবি।
আজকের বাজার / এ.এ