এলডিসি থেকে উত্তরণে চারটি বিষয়ে গুরুত্ব দিতে হবে : অর্থমন্ত্রী

ফাইল ছবি
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এলডিসি থেকে উত্তরণে কর্মসংস্থান বাড়ানো, অভ্যন্তরীণ সম্পদের সঠিক ব্যবহার, সামাজিক সূচকের অগ্রগতি এবং বৈরি আবহাওয়া মোকাবিলার উপর গুরুত্ব দিতে হবে। তবেই এলডিসি থেকে উত্তরণ সম্ভব হবে।

‘স্বল্প উন্নত দেশ হতে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনায়  তিনি এ কথা বলেন।

শুক্রবার সকালে, রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অনুষ্ঠানটি আয়োজন করে।

তিনি বলেন, ইতোমধ্যেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের তিনটি সূচকেই নির্ধারিত মান অর্জন করেছে বাংলাদেশ। এই অগ্রগতির ধারা আরও ছয় বছর বজায় থাকলে, ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হবে বাংলাদেশ।

তবে, এলডিসি থেকে উত্তরণের পর যে চ্যালেঞ্জগুলো আসবে, তা মোকাবিলায় বাংলাদেশকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফজিতা ম্যানুয়েল কাতুয়া ইউতাউ কমন।

আরএম/