এলপিজি গ্যাস আমদানির জন্য জাহাজ কিনলো বেক্সিমকো গ্রুপ

বাংলাদেশে প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি গ্যাস আমদানির জন্য জাহাজ কিনেছে বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বেক্সিমকো পেট্রোলিয়াম লিমিটেড। আন্তর্জাতিক পানিপথে বাংলাদেশের পতাকা বহন করবে জাহাজটি।

কোম্পানি সূত্রে জানা গেছে এ তথ্য।

জাহাজটির নামকরণ করা হয়েছে বেক্সপেট্রো-১। ২ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি ধারণ ক্ষমতাসম্পন্ন এই জাহাজটি আমদানি করা এলপিজি সরাসরি বেক্সিমকো পেট্রোলিয়ামের কারখানায় সরবরাহ করবে। নিজস্ব জাহাজে পণ্য আমদানির কারণে খরচ কমবে এবং আরও কার্যকরী একটি সরবরাহ চ্যানেল তৈরি হবেও বলেও জানিয়েছে কোম্পানিটি।

ডিসেম্বর মাসের শুরুর দিকে বেক্সপেট্রো-১ এর ক্যাপ্টেন আলেক্সান্ডার ফাজারদো প্রথম এলপিজির চালানটি নিয়ে বাংলাদেশে আসবেন বলে আশা করছে কোম্পানিটি।

একই ধরণের আরো দুইটি জাহাজ ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে।

বেক্সিমকো পেট্রোলিয়াম ইতোমধ্যে ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জির (একটি বেক্সিমকো কোম্পানি) সহযোগিতায় মংলায় ৩০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির একটি এলপিজি প্ল্যান্ট স্থাপন করেছে। আইএসও ৯০০১ সনদপ্রাপ্ত এই প্ল্যান্টটির ধারণ ক্ষমতা আরও ৩০০০ মেট্রিক টন বৃদ্ধির কাজ চলছে। এর পাশাপাশি নারায়নগঞ্জে ৫০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন আরও একটি এলপিজি প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। দেশজুড়ে বিস্তৃত বিক্রয় ও সরবরাহ নেটওয়ার্ক এর মাধ্যমে দ্রুতবর্ধনশীল এলপিজির চাহিদা পূরণে এখন পুরোপুরি তৈরি বেক্সিমকো পেট্রোলিয়াম।

উল্লেখ, পুজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সাথে এর কোনো সম্পর্ক নেই।

আজকের বাজার:এলকে/এলকে ২০ নভেম্বর ২০১৭