এলপি গ্যাসের সিলিন্ডার আমদানিতে ভ্যাট লাগবে না

আয়রন বা স্টীলের তৈরি এলপি গ্যাস সিলিন্ডার আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫% মূল্য সংযোজন কর বা মূসক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ১৪ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে এবং কাস্টমস আইন, ১৯৬৯ এর আওতাধীন আয়রন বা স্টীলের তৈরি এলপি গ্যাস সিলিন্ডার আমদানির ক্ষেত্রে এ মূসক অব্যাহতি প্রদান করেছে।

আজকের বাজার : এলকে/এলকে ১৩ সেপ্টেম্বর ২০১৭