বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখা থেকে এলসির মাধ্যমে দেশের মুদ্রা পাচার হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিআইবিএম-এ আয়োজিত মুদ্রা পাচার রোধে করনীয় শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নজরদারী রয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর।
এসময় বিআইবিএমের পরিচালক প্রফেসর আহসান হাবিবি জানান, দেশে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে মুদ্রা পাচার বাড়ছে। এ ক্ষেত্রে কেন্দ্রিয় ব্যাংকে নজরদারী বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ বাড়াতে হবে।
আর্ন্তজাতিক আইনের অধিনে দেশে কোন বাণিজ্য চুক্তি হয় না। ১৮৭২ সালের আইনের অধীনে কার্যকর হচ্ছে আন্তর্জাতিক বানিজ্য। ফলে বাড়ছে মুদ্রা পাচার।
এ ছাড়া অফশোর লাইসেন্স ইস্যু করার আগে যাচাইবাছাই প্রক্রিয়ায় আরো সতর্কতা বাড়ানো প্রয়োজন বলে জানান সেমিনারের বক্তারা।
আজকেরবাজার/এস