রাজধানীর এলিফ্যান্ট রোডের ১০০/১৭ নম্বর বাসার ১৮তলা ভবনের নীচতলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার বিকেল সোয়া ৩টায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাটা সিগনালের পাশে একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ২টি ও পরে আরেকটি ইউনিট পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।
আজকের বাজারর/এমএইচ